সিইসি পদে ‘ছাগল’ সরিয়ে ‘সিংহ’ বসান
ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি ড. এমাজউদ্দীন আহমদ বলেছেন, দেশে সুষ্ঠু নির্বাচন করতে হলে রকিব উদ্দীনের মতো ‘ছাগল’কে প্রধান নির্বাচন কমিশনারের পদ থেকে সরিয়ে সিংহের মতো সিইসি নিয়োগ দিন।–যুগান্তর।
বিএনপির প্রতিষ্ঠাতা প্রয়াত প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৩৫তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভায় বুধবার সন্ধ্যায় তিনি এ কথা বলেন।
‘খোন্দকার দেলোয়ার হোসেন স্মৃতিপরিষদ’ এ সভার আয়োজন করে। সংগঠনের সভাপতি ড. খন্দাকার আকবার হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সুকোমল বড়ুয়া, ছড়াকার আবু সালেহ, সাংবাদিক নেতা শওকত মাহমুদের সহধর্মিণী ফেরদৌসী মাহমুদ প্রমুখ বক্তৃতা করেন।
ড. এমাজউদ্দীন আহমেদ আরও বলেন, চলমান সংকট নিরসনে সর্বস্তরের মানুষের একটিই স্লোগান হওয়া উচিত, আমরা নির্দলীয় সরকারের অধীনে একটি সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন চাই।
মন্তব্য চালু নেই