সিইসি’র সাক্ষাত পাচ্ছে না বিএনপি

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী রকিব উদ্দিন আহমেদের সঙ্গে সাক্ষাতের অনুমতি পাচ্ছে না বিএনপি।

মঙ্গলবার দুপুরে দলের চেয়ারপার্সনের প্রেস উইংয়ের সদস্য শায়রুল কবির খান এ অভিযোগ করেন।

দ্য রিপোর্টকে তিনি বলেন, ‘বিএনপির একটি প্রতিনিধি দল প্রধান নির্বাচন কমিশনারের সঙ্গে সাক্ষাতের জন্য অনুমতি চেয়েছেন। কিন্তু তারা কোনো সাড়া পাচ্ছেন না।’

দুপুরের পর যে কোন সময় বিএনপির প্রতিনিধিদলটি ইসি-তে যেতে পারেন বলেও জানান শায়রুল।

মঙ্গলবার সকাল থেকে দেশের ৭১৭টি ইউনিয়ন পরিষদে ভোট গ্রহণ চলছে। এতে বিএনপি অংশ নিয়েছে।



মন্তব্য চালু নেই