সিংহীর সঙ্গে ফাজলামো!
সকল পশুর রাজা বলা হয় সিংহকে। কিন্তু এই পশুরাজ সিংহও কিন্তু আরেকজনকে হুজুর হুজুর করে। আর সে হলো তারই পত্নী সিংহী। সিংহীর সঙ্গে তাই চলে না কোনো ফাজলামো। মাংসের বড় ভাগটা সিংহীর জন্য বরাদ্দ করা পুরুষ সিংহের প্রথম দায়িত্ব। এরপর পুরুষ সিংহ বাকী মাংস দিয়ে যা ইচ্ছে তা করতে পারে। অপরদিকে সিংহী মাংসের সেই ভাগ থেকে নিজের সন্তানদের দেয় এবং দলের অন্য যারা দুর্বল আছে তাদের মাঝে বিতরন করে। এটা তো গেল স্বাভাবিক নিয়মের কথা। কিন্তু এই সিংহীই কখনো কখনো হয়ে ওঠে পচণ্ড ভয়ংকর। প্রয়োজনে নিজের সন্তানকেও ছিড়ে ফেলতে এক মুহূর্ত দেরি করে না।
সম্প্রতি দক্ষিণ আফ্রিকার আলোকচিত্রী রোয়েল ভ্যান মুইদেন সিংহ শাবক আর সিংহীর মধ্যকার দ্বন্দ্বের কিছু ছবি তুলেছেন। দেশটির মাদিকা গেম রিজার্ভ ফরেস্টে পশু শিকার নিষিদ্ধ করার পর থেকে বনের পশুদের অবস্থার কিছুটা উন্নতি হয়েছে। যদিও প্রায়শই চোরাশিকারীদের আক্রমনে হাতি এবং গণ্ডার মারা যায়। কিন্তু সিংহ এখন চোরাশিকারীদের নজরের বাইরে। তাই এই নিরুপদ্রপ সময়ে পাঠকদের জন্য সিংহী আর সিংহ শাবকদের লড়াইয়ের খণ্ডচিত্র তুলে ধরা হলো।
মন্তব্য চালু নেই