সিংহকে ৫ মিটার শূন্যে ছুঁড়ে ফেলল মহিষ! (ভিডিও)
মহিষকে প্রায়ই আমরা সিংহের থাবায় ক্ষত-বিক্ষত হতে দেখি। দেখি সিংহের শিকার হতে। সিংহের মুখ থেকে বেঁচে ফিরে আসা মানে যমের ঘর থেকে ফিরে আসা। তবে কিছু কিছু সময় এমন কিছুর সম্মুখীন হতে হয় যা অবাক করার মত।
ইয়ান ম্যাথসন নামে একজন তার পরিবার নিয়ে এসেছিলেন আফ্রিকার ক্রুজার পার্কে। তাদের ক্যামেরায় ধরা পড়ে সিংহ ও মহিষের বিরল লড়াই। একদল সিংহ একটি মহিষকে ঘিরে ফেলে। অসহায় মহিষের উপর ঝাঁপিয়ে পড়ে হিংস্র সিংহেরদল। পালাবার কোনো পথ না পেয়ে আত্মসমর্পণ করে সে।
দূর থেকে সব কিছুই দেখছিল মহিষের দলের বাকি সদস্যরা। বন্ধু মহিষের অবস্থা সঙ্কটজনক তারা আর নিজেদেরকে সামলাতে পারে না। সাহস করে অতর্কিত হামলা চালায় সিংহদের উপর।
এতোটাই হিংস্র হয় যে একটি সিংহকে উচিয়ে পাঁচ মিটার শূন্যে ছুঁড়ে ফেলে দেয়। ডিগবাজি খেয়ে পড়ে যায় সিংহ। এরপরও ক্ষান্ত হয় না মহিষের দল। আবার আক্রমণ করে। অবস্থা বেগতিক দেখে এক পর্যায়ে পালায় সিংহের দল।
ভিডিও:
মন্তব্য চালু নেই