সাড়ে ২৪ হাজার মামলা চালাচ্ছে ৭ বিচারক
শামীম রেজা, চুয়াডাঙ্গা থেকে: বিচারক সংকট আর পাহাড়সম মামলা জটের মধ্যে দিয়ে চলছে চুয়াডাঙ্গার বিচার কার্যক্রম। প্রতিনিয়ত বিড়ম্বনা ও হয়রানির শিকার হচ্ছে সাধারণ বিচার প্রত্যাশিদের। প্রায় দীর্ঘ ১৭ বছর দামুড়হুদা সহকারি জজ আদালতে কোনো বিচারক নেই।
সাড়ে ২৪ হাজার মামলার বিচার কার্যক্রম পরিচালনা করছেন ৭ জন বিচারক । বিচারক বরাদ্ধ না থাকলেও নারী ও শিশু নির্যাতন দমন এবং বিশেষ ট্রাইবুনালের আটটি আদালতে অতিরিক্ত দায়িত্ব পালন করছেন বিচারকরা।
চুয়াডাঙ্গা জেলা ও দায়রা জজের অধিনে ৯টি ও জুডিসিয়াল ম্যাজিস্ট্রেসি অধীনে ৫টি আদালতে বিচার কার্যক্রম সম্পর্ণ হয়। ১৪ বিচারকের মধ্যে অর্ধেক বিচারকের পদই শূণ্য। আবার নারী ও শিশু নির্যাতন দমন এবং বিশেষ ট্রাইবুনালের আটটি আদালতে পাঁচ বিচারক অতিরিক্ত দায়িত্ব পালন করেন।
সিনিয়র সহকারি জজ তিনজন ও সহকারি জজের একটি পদ শূণ্য। চারটি পদে বিচারক না থাকায় চুয়াডাঙ্গা সদর, জীবননগর, দামুড়হুদা ও আলমডাঙ্গা কোর্টে দেওয়ানী ও পারিবারিক মামলার বিচার কার্যক্রম প্রায় বন্ধ।
জেলা ও দায়রা জজ, অতিরিক্ত জেলা ও দায়রা জজ ১ম ও ২য়, যুগ্ন জেলা ও দায়রা জজ ১ম ও ২য় আদালতে বিচারক দায়িত্বে আছেন। পাঁচ জন বিচারককে নির্দিষ্ট দায়িত্ব পালনের পরেও নারী ও শিশু নির্যাতন দমন এবং বিশেষ ট্রাইবুনালের আটটি ও সিনিয়র সহকারি ও সহকারি চারটি জজ আদালতেও দায়িত্ব পালন করতে হয়।
পাঁচ জন বিচারককে সাড়ে ১৬ হাজার মামলার বিচার কার্যক্রম পরিচালনা করতে হয়। সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট একজন ও জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট ২ জনের পদ শূণ্য রয়েছে। চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট ও একজন সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট দায়িত্ব পালন করছেন।
দুই জন বিচারককে প্রায় ৮ হাজার মামলার বিচার কার্যক্রম পরিচালনা করতে হচ্ছে। বিচারকরা তাদের স্বাভাবিক কার্যক্রম পরিচালনা করতে পারছেন না। একজন শিক্ষানবিশ সহকারী জজ আছেন। ৬৭৮ টি নারী ও শিশু নির্যাতন দমন মামলা বিচারাধীন থাকলেও এ আদালতের জন্য কোন বিচারক বরাদ্দ দেওয়া হয়নি।
২০০০ সালে অনিয়মের অভিযোগে বিভাগীয় মামলা হওয়ায় দামুড়হুদা আদালতের সহকারী জজ সন্তোষ কুমার শাহাকে সাময়িক বহিস্কার করা হয়। সেই থেকেই দীর্ঘ ১৭ বছর এ আদালতে বিচারক শূণ্য রয়েছে। সাধারণ মানুষকে বিড়ম্বনা ও হয়রানির শিকার হতে হচ্ছে। আর মামলার দিন পড়ছে ৩-৪ মাস পড়ে। অল্প সংখ্যাক মামলার বিচার কাজ শেষ হচ্ছে।
সাধারণ মানুষের প্রত্যাশা কর্তৃপক্ষ দ্রুত সমস্যা সমাধান করবে। দামুড়হুদা উপজেলার জয়রামপুর গ্রামের বৃদ্ধ আব্বাস আলি জানান, ১১ বছর জমির মামলা নিয়ে কোর্টে ঘুরছি। এখনও মামলার বিচার শেষ হয়নি। আর কবে শেষ হবে তাও বলতে পারবো না।
আইনজীবী সহকারি কামাল হোসেন জানান, বিচারক(স্যার) কম থাকায় মামলার স্বাক্ষী হয়না। তাই মানুষকে সমস্যায় পড়তে হয়। অনেকে মামলার খোজ খবর রাখেন না। চুয়াডাঙ্গা আইনজীবী সমিতির সভাপতি এমএম শাহাজাহান মুকুল জানান, চুয়াডাঙ্গা আদালতে বিচারক সংকটের কারণে মামলার জট হচ্ছে। ক্ষতিগ্রস্ত হচ্ছে বেশি সাধারণ মানুষ।
চুয়াডাঙ্গা জজ কোটের পাবলিক প্রসিকিউটর এ্যাডভোকেট মহ: শামশুজ্জোহা জানান, বিচারক সংকটের জন্য দ্রুত বিচার ব্যবস্থা ব্যাহত হচ্ছে। বর্তমানে চুয়াডাঙ্গা আদালতে একজন বিচারককে ৪টি আদালতে দায়িত্ব পালন করতে হচ্ছে। এখানে দ্রুত বিচারক নিয়োগের ব্যবস্থা নেয়া হলে মানুষের ভোগান্তি লাঘব হবে। মানুষ দ্রুততম সময়ে ন্যায় বিচার পাবে।
মন্তব্য চালু নেই