সাহসী সেই ক্যাঙ্গারু শাবক
স্বভাবজাত বৈশিষ্ট্য এড়িয়ে প্রথমবারের মত মায়ের দেহস্থ থলে থেকে সাহসের সাথে বের হয়ে এল অ্যালবিনো প্রজাতির এক বাচ্চা ক্যাঙ্গারু।
রাশিয়ার চিড়িয়াখানায় জন্ম নেওয়া এমন ফুটফুটে ক্যাঙ্গারু শাবক হাজারে একটা মেলা ভার।
ক্যাঙ্গারুদের একটি দেহস্থ থলে থাকে যেখানে জন্মের পর শাবকদের আদরে রাখেন মা। তবে বয়স প্রায় ১ বছর হলেও, স্বভাবগত বৈশিষ্ট্য ছেড়ে মায়ের দেহস্থ থলের কোমলীয়তা থেকে বের হয়ে আসে সে শাবকটি। এর পর পরই চিড়িয়াখানার কর্মীদের নজরে আসে সে।
তবে চিড়িয়াখানা রক্ষকদের মতে, চিড়িয়াখানার বাইরে গেলেই ক্যাঙ্গারুটিকে বেঁচে থাকার জন্য লড়াই করতে হবে। কারণ তার সাদা পশমগুলো অন্যান্য প্রাণীদেরকে আকর্ষণ করে এবং নমনীয় হওয়ায় এগুলো রোদে পুড়তে সক্ষম।
মন্তব্য চালু নেই