সাহসিকতার মেডেল পেল তিন পা’ওয়ালা কুকুরটি
যুক্তরাজ্যের পক্ষে আফগানিস্তান যুদ্ধে অংশ নেয়া মার্কিন সামরিক বাহিনীর একটি কুকুরকে তার সাহসিকতার জন্য সম্মানসূচক মেডেল দিয়েছে একটি ব্রিটিশ দাতব্য সংস্থা। জার্মানির শেফার্ড প্রজাতির লুকা নামের ১২ বছর বয়সের ওই কুকুরটি ২০১২ সালে যুদ্ধে এক বোমা বিস্ফোরণের ঘটনায় তার একটি পা হারিয়েছিল।
সেন্ট্রাল লন্ডনের সেনাঘাঁটি ওয়েলিংটন ব্যারাকে কুকুরটিকে এই সম্মাননা দেয় ‘পিপলস ডিনপেনসারি ফর সিক অ্যানিম্যালস’ (পিডিসএ) নামের দাতব্য একটি সংস্থা। ১৯৪৩ সালে প্রতিষ্ঠিত হয় সংস্থাটি থেকে প্রদত্ত মেডেলকে বলা হয় ডিকিন মেডেল।
সামরিক বাহিনীর কুকুর হিসেবে লুকাকে প্রশিক্ষণ দেয় মার্কিন মেরিন কোর। বিস্ফোরক এবং অস্ত্র খুঁজে করাই ছিল লুকার দায়িত্ব। এ কাজে বেশ পারদর্শিতাও দেখিয়েছে কুকুরটি। মার্কিন মেরিন কোরের ভাষ্যমতে, কয়েক হাজার সেনা জীবন বাঁচিয়েছে লুকা।
ইরাক এবং আফগানিস্তানে প্রায় ছয় বছরব্যাপী ৪০০ মিশন শেষ করে বর্তমানে অবসরে রয়েছে কুকুরটি। ক্যালিফোর্নিয়ায় বাস করা কুকুরটি তার মেডেল নেয়ার জন্য লন্ডনে আসে তার সংরক্ষক সার্জেন্ট ক্রিস উইলিংহামের সাথে।
মন্তব্য চালু নেই