সাশ্রয়ী দামের ফোনে শক্তিশালী ব্যাটারি

এই বুধবার বাজারে আসতে চলেছে মেইজুর নতুন ফ্লাগশিপ ফোন। এটির মডেল মি৩ নোট। ফোনটির বিশেষত্ব হচ্ছে এতে এর ব্যাটারিতে। ফোনটিতে আছে ৪১০০ মিলিঅ্যাম্পায়ার আওয়ারের ব্যাটারি। দুইটি ভার্সনে ফোনটি চীনের বাজারে পাওয়া যাবে। একটিতে থাকবে ২ জিবি র‌্যামের সঙ্গে ১৬ জিবি বিল্টইন মেমোরি। অন্য ভার্সনে থাকবে ৩ জিবি র‌্যামের সঙ্গে ৩২ জিবি বিল্টইন মেমোরি। চীনের বাজারে ২ জিবি র‌্যামের ফোনটি পাওয়া যাবে ৭৯৯ ইয়েনে। যা বাংলাদেশী টাকায় দাঁড়ায় ৯ হাজার ৬৯১ টাকা। অন্যদিকে ৩ জিবি র‌্যামের ফোনটি পাওয়া যাবে ৯৯৯ ইয়েনে। বাংলাদেশী টাকায় এটির মূল্য দাঁড়ায় ১২ হাজার ১১৭ টাকা। সাশ্রয়ী দামের এই ফোন দুইটির অন্যান্য কনফিগারেশন একই। অ্যানড্রয়েড ৫.১ ললিপপ অপারেটিং সিস্টেম চালিত এই ফোনটিতে মেইজুর নিজস্ব ইউজার ইন্টারফেস ফ্লেম ওস রয়েছে। ফোনটিতে আছে ৫.৫ ইঞ্চির ফুল এইচডি ডিসপ্লে। ডিসপ্লের রেজুলেশন ১০৮০x১৯২০ পিক্সেল। ফোনটিতে এলটিপিএস ডিসপ্লে প্রযুক্তি ব্যবহার করা হয়েছে। ডিসপ্লের রেজুলেশন ৪০৩ পিপিআই। ফোনটিতে আছে অক্টাকোর মিডিয়াটেক হেলিও পি১০ এসওসি। ডুয়েল সিমের এই ফোনটিতে ১৩ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা এবং ৫ মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা আছে। এই ফোনটিতে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর নেই। এটি ফোরজি এলটিই নেটওয়ার্ক সমর্থন করে।



মন্তব্য চালু নেই