‘সালাহ উদ্দিন সম্পর্কে পুলিশ অবশ্যই জানে’

আইনজীবী ব্যারিস্টার রফিক উল হক বলেছেন, ‘বিএনপির যুগ্ম-মহাসচিব সালাহ উদ্দিন আহমেদের নিখোঁজের বিষয়টি অত্যন্ত দুঃখজনক ও কলঙ্কজনক। তার সম্পর্কে পুলিশ অবশ্যই জানে।’
নিখোঁজ সালাহ উদ্দিন আহমেদের গুলশানের বাসায় তার স্ত্রী হাসিনা আহমেদের সঙ্গে দেখা করতে যান রফিক উল হক। সেখান থেকে বের হয়ে শনিবার বিকেল পৌনে ৪টায় উপস্থিত সাংবাদিকদের তিনি এ সব কথা বলেন।
ব্যারিস্টার রফিক উল হক বলেন, ‘সালাহ উদ্দিন আহমদ সম্পর্কে পুলিশ তো অবশ্যই জানে। কিন্তু কিছুই বলছে না। আশা করি, তিনি ভাল আছেন। বেঁচে আছেন। হয়ত কোথাও আটক রাখা হয়েছে।’
নিখোঁজের বিষয়ে উদ্বেগ প্রকাশ করে তিনি বলেন, ‘দেশের যে কোনো নাগরিকের এ ধরনের অবস্থা হতে পারে। এ জন্য সাধারণ নাগরিক এভাবে ভ্যানিস হয়ে যাবে তা মেনে নেওয়া যায় না।’

































মন্তব্য চালু নেই