সালাহ উদ্দিন ‘অসুস্থ’, তদন্ত স্থগিত

‘অসুস্থতার’ জন্য এই বিএনপি নেতাকে শনিবার আদালতে হাজির করতে পারেনি মেঘালয় পুলিশ। হৃদযন্ত্র ও কিডনি পরীক্ষার প্রতিবেদনের ভিত্তিতে তার চিকিৎসা চলছে মেঘালয়ের শিলংয়ের সিভিক হাসপাতালে।

আগামী তিন থেকে চার দিনের মধ্যে তাকে হাসপাতাল থেকে ছাড়ার সম্ভাবনা দেখছেন না চিকিৎসকরা।

ইস্ট খাশী হিলস জেলার এসপি এম খারক্র্যাং ফোনে বলেন, চিকিৎসকরা না ছাড়লে সালাহ উদ্দিনকে আদালতে হাজির করতে পারছে না পুলিশ।

“এখন তার শারীরিক অবস্থার উপর সব কিছু নির্ভর করছে। চিকিৎসকরা ‘ফিট’ বলার পরই তাকে আদালতে তুলবে পুলিশ এবং তদন্তও তারপর শুরু করা হবে।

“সালাহ উদ্দিন আহমেদের সুস্থ হতে কিছুটা সময় লাগবে।”



মন্তব্য চালু নেই