সালাহ উদ্দিনের স্ত্রীর জিডি ‘নেয়নি’ থানা
বিএনপির যুগ্মমহাসচিব সালাহ উদ্দিন আহমেদের সন্ধান চেয়ে দুই থানায় জিডির আবেদন করলেও তা নেওয়া হয়নি বলে অভিযোগ করেছেন তার স্ত্রী হাসিনা আহমেদ।
তিনি জানান, বুধবার রাত ৯টার দিকে গুলশান থানায় গেলে তারা তা গ্রহণ না করে সংশ্লিষ্ট থানায় যেতে বলেছেন।
মঙ্গলবার রাতে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা সালাহ উদ্দিনকে তুলে নিয়ে গেছে বলে পরিবারের পক্ষ থেকে অভিযাগ করা হলেও আইনশৃঙ্খলা বাহিনী তা স্বীকার করেনি।
জিডি করতে ব্যর্থ হয়ে রাতে হাসিনা আহমেদ বলেন, “আমি রাতে প্রথমে গুলশান থানা এবং পরে উত্তরা থানায় আমার স্বামীর সন্ধান চেয়ে জিডি করতে গিয়েছিলাম। কোথাও আমার জিডি গ্রহণ করা হয়নি। থানার কর্মকর্তারা অভিযোগকে ভিত্তিহীন বলে গ্রহণ করেনি।”
তিনি জানান, যে বাড়িতে সালাহ উদ্দিন আহমেদ ছিলেন সেই বাড়ির নম্বরসহ মালিকের নাম-ঠিকানাসহ অভিযোগ নিয়ে তিনি থানায় গিয়েছিলেন।
স্বামীর সন্ধান না পেয়ে উদ্বিগ্ন এই সাবেক সাংসদ জানান, বৃহস্পতিবার প্রতিকার চাইতে তিনি উচ্চ আদালতের যাবেন।
অভিযোগ গ্রহণ না করার বিষয়ে জানতে চাইলে উত্তরা পশ্চিম থানার ওসি রফিকুল ইসলাম বলেন, “একজন ভদ্র মহিলা একটি অভিযোগ নিয়ে এসেছিলেন। আমরা ঘটনাস্থল পরিদর্শন ও ঘটনার প্রত্যক্ষদর্শীসহ সাক্ষীর ব্যাপারে তার সহযোগিতা চেয়েছিলাম।”
তবে সহযোগিতা না করে চলে গেছেন বলে জানান তিনি।
মন্তব্য চালু নেই