সালাহউদ্দিনের ঘাড়ে সফল অস্ত্রোপচার

ভারতের হরিয়ানার একটি হাসপাতালে বিএনপির যুগ্ম মহাসচিব সালাহউদ্দিন আহমেদের ঘাড়ে সফল অস্ত্রোপচার করা হয়েছে।

হরিয়ানার মেদান্তা হাসপাতালে বিশেষজ্ঞ চিকিৎসক কে কে হানডার তত্ত্বাবধায়নে বৃহস্পতিবার সকাল ৯টা থেকে প্রায় আড়াই ঘণ্টাব্যাপী তার ঘাড়ে এই অস্ত্রোপচার সম্পন্ন হয়।

এর আগে সকালে অস্ত্রোপচারের আগে গণমাধ্যমে একটি স্কাইপে ভিডিও বার্তা পাঠান সালাহউদ্দিন আহমেদ। ভিডিও বার্তায় তিনি বলেন, আমার ঘাড়ে অস্ত্রোপচার হবে কিছুক্ষণ পর। দেশবাসীসহ সবার কাছে আমি দোয়া চাই। দীর্ঘদিন আমি প্রচণ্ড ব্যথায় ভুগছি। এই অস্ত্রোপচারের কিছুদিন পর কিডনিতে একটি অস্ত্রোপচার লাগবে।

তার অস্ত্রোপচার সফল হয়েছে। তিনি চিকিসকদের নিবিড় পর্যবেক্ষণে আছেন বলে পারিবারিক সূত্রে জানা গেছে।

ঘাড়ে ব্যথার চিকিৎসা নিতে শিলং ম্যাজিস্ট্রেট আদালতের অনুমতি নিয়ে গত ১১ই মার্চ সালাহউদ্দিন আহমেদ দিল্লিতে যান।

উল্লেখ্য, গত বছরের শুরুতে সরকারবিরোধী আন্দোলন চলাকালীন রাজধানী উত্তরার একটি বাসা থেকে আইনশৃঙ্খলা বাহিনীর পরিচয়ে তুলে নিয়ে যায় সালাহউদ্দিন আহমেদকে। দুই মাস নিখোঁজ থাকার পর ওই বছরের ১১ই মে ভারতের মেঘালয় রাজ্যের রাজধানী শিলং থেকে উদ্ধার হন তিনি।



মন্তব্য চালু নেই