সালমান-সাবিলার বিয়ে নিয়ে ফেসবুকে তোলপাড়

দেশের বিখ্যাত ইউটিউবার সালমান মুক্তাদির এবং বর্তমান সময়ের আলোচিত নাট্য-নায়িকা সাবিলা নূরের বিয়ে নিয়ে রীতিমত সরগরম ফেসবুকপাড়া।

আজ দুপুরে সালমান তার অফিসিয়াল ফেসবুক পেজে সাবিলা নূরের সাথে অনেকগুলো ছবি আপলোড করে ক্যাপশন দিয়েছে ‘ওয়েলকাম হোম সাবিলা মুক্তাদির’।

তার এই স্ট্যাটাস দেখে খুব ভালভাবে বোঝা যাচ্ছে, তারা দুজনে বিয়ে করে ফেলেছেন। সালমান নিজের নামের শেষাংশ সাবিলাকে দিয়ে দিয়েছেন। এর কিছুক্ষণ পর সালমান আবার একটি ভিডিও আপলোড করেন, যেখানে তিনি বলেছেন, তিনি অনেকদিন যাবত সাবিলার পেছনে ঘুর ঘুর করছেন। কিন্তু সাবিলা তাকে পাত্তা দিচ্ছিল না। তাই আজ তার দুই বন্ধু সাবিলাকে তুলে নিয়ে গেছে এবং এখন সাবিলা তার বাসায়।

তবে আসলেই কি তারা বিয়ে করে ফেলেছেন কিনা? কেনই বা হঠাৎ এরকম সিদ্ধান্ত? এরকম প্রশ্নের উত্তর এখনও জানা যায় নি। তাদের সাথে যোগাযোগের চেষ্টা করা হলেও ফোন বন্ধ রয়েছে।



মন্তব্য চালু নেই