‘সালমান খান এইডসে আক্রান্ত, লন্ডনে বউ-সন্তান’

বলিউডের ভাইজান সালমান খানকে নিয়ে একের পর এক বিতর্কিত মন্তব্য করে যাচ্ছেন ‘বিগ বস টেন’ থেকে বিতাড়িত প্রতিযোগী স্বামী ওম।

বিতর্কিত কর্মকাণ্ড করে টিভি শো ‘বিগ বস’ থেকে বিতাড়িত হয়েছেন ওম। সালমান খান ওই শো-এর সঞ্চালক। কিছুদিন আগে সালমানকে আইএসআই’র ‘এজেন্ট’ বলে মন্তব্য করেছিলেন ওম।

শুধু তাই নয়, সালমানকে আন্ডার ওয়ার্ল্ড ডনদের বন্ধু বলেও আক্রমণ করেছেন ওম। এছাড়া সম্প্রতি একটি সাক্ষাৎকারে ওম দাবি করেন, তিনি নাকি সালমানকে থাপ্পড়ও মেরেছেন। মুখে সিগারেটের ধোয়া দেয়ায় তিনি সালমানকে চড় মারেন বলে দাবি করেন ওম।

কিন্তু এবার যা বললেন তা শুনলে সবাই রীতিমতো চমকে যাবেন। সালমান এইডস আক্রান্ত বলে মন্তব্য করেছেন ওম।

ভারতীয় একটি টিভি চ্যানেলে দেয়া সাক্ষাৎকারে স্বামী ওম বলেন, সালমান এইডসে আক্রান্ত! তিনি লন্ডনে একটি বিয়ে করেছেন এবং সেই সংসারে তার একটি কন্যা সন্তানও রয়েছে।

অবশ্য এ বিষয়ে সালমান খানের কোনো বক্তব্য পাওয়া যায়নি। তবে শো থেকে তাকে বিতাড়িত করার কারণেই সালমানকে নিয়ে এসব গুজব ছড়াচ্ছেন ওম। এমনটা দাবি সালমানের ঘনিষ্ঠজনদের।



মন্তব্য চালু নেই