সালমান খানের সঙ্গে প্রথমবার আনুশকা (ভিডিও)
প্রথমবার বলিউড সুপারস্টার সালমান খানের সঙ্গে অভিনয়ের সুযোগ পেলেন জনপ্রিয় অভিনেত্রী আনুশকা শর্মা। এরই সাথে সাথে খান ত্রয়ের সঙ্গে অভিনয়ের ষোল কলা পূর্ণ করলেন তিনি। এর আগে শারুখ খানের সঙ্গে রাবনে বানা দে জুড়ি এবং যাব তাক হ্যায় জান সিনেমা এবং আমির খানের সঙ্গে পিকে ছবিতে অভিনয় করলেও বাকি ছিলেন সালমান। কিন্তু ‘সুলতান’ ছবির মধ্য দিয়ে সে মনোবাঞ্ছাও পূর্ণ হল তার। এরইমধ্যে সালমানের সঙ্গে ট্রেলার রিলিজের পর চারদিকে হৈচৈ পড়ে গেছে, আর এরমধ্যেই ৩০মে রাতে ইউটিউবে রিলিজ দেয়া হয়েছে ছবির প্রথম গান। যেখানে সালমানের সঙ্গে পাঞ্জাবী নাচ নাচতে দেখা গেছে আনুশকাকে।
বেবিকো বাস পছন্দ হো শিরোনামের গানটি দেখে নিতে পারেন এখানে:
গানটি দেখতে এখানে ক্লিক করুন
মন্তব্য চালু নেই