সালমান খানের বয়স ৬৪!

গত মঙ্গলবার ভারতের হায়দারাবাদ পৌরসভা নির্বাচনে একটি ভোট কেন্দ্রে মজার ঘটনা ঘটে। নিজের ভোটার আইডি কার্ড নিয়ে হাজির হয়েছিলেন এক ভোট দাতা। কিন্তু তার ভোটার আইডি কার্ড দেখে ভোটগ্রহণ কর্মকর্তাদের চোখ কপালে উঠেছে।

জানা গেছে, আইডি কার্ডে সেই ভোট দাতার পরিবর্তে দেখা গেছে জনপ্রিয় বলিউড অভিনেতা সালমান খানের ছবি। এখানেই শেষ নয়, বাবার নামের জায়গাতেও রয়েছে সেলিম খানের নাম। শুধু বয়সের জায়গায় লেখা ৬৪ বছর।

হায়দারাবাদর চার্মিনার জেলার গাওলিপুরা পৌরসভায় এ ঘটনাটি ঘটে। শেষ পর্যন্ত দ্বায়িত্বরত পোলিং অফিসার ওই ভোটারকে ভোট দিতে দেননি।

বিষয়টি নিয়ে ভীষণ ক্ষিপ্ত স্থানীয় এলাকাবাসী। তাদের দাবি নির্বাচন কমিশন ভোটার আইডি কার্ডের ব্যাপারে খুবই উদাসীন। সৈয়দ হায়দার নামে ব্যক্তি অভিযোগ জানিয়ে বলেন, ‘যারা সত্যি ভোটার তারা কার্ডই পাননি। তাদেরকে না জানিয়েই নাম তালিকা থেকে মুছে দেওয়া হচ্ছে।’



মন্তব্য চালু নেই