সালমান খানকে ‘বাঁচিয়ে’ জীবনহানির আশঙ্কায় আইনজীবী

বেআইনি অস্ত্র মামলায় আগেই ছাড় পেয়েছেন সালমান খান৷ কিন্তু বিপাকে পড়েছেন তার আইনজীবী৷ সালমানকে বাঁচিয়ে দেওয়ার জন্য এক আন্তর্জাতিক গ্যাংস্টারের থেকে মৃত্যুর হুমকি পেয়েছেন তিনি৷ এমনটাই জানিয়েছেন আইনজীবী এইচ এম সারস্বত৷

বেআইনি অস্ত্র রাখা ও কৃষ্ণসার হরিণ হত্যা মামলায় দীর্ঘদিন অভিযুক্ত ছিলেন সালমান৷ চলতি মাসেই রাজস্থানের যোধপুরের আদালত তাকে অস্ত্র মামলায় মুক্তি দেয়৷ এর নেপথ্যে বড় ভূমিকা পালন করেছিলেন তার আইনজীবী৷ তবে মক্কেলকে বাঁচিয়ে তিনি নিজেই বিপাকে পড়েছেন৷ আইনজীবীর দাবী, এক আন্তর্জাতিক গ্যাংস্টার তাকে ফোন করে মৃত্যুর হুমকি দিয়েছে৷ তাকে বলা হয়েছে, যে কোনও খারাপ পরিস্থিতির জন্য তৈরি থাকতে৷ কেউ তাকে রক্ষা করতে পারবে না বলেও হুমকি দেওয়া হয়েছে৷

প্রসঙ্গত কৃষ্ণসার হরিণ হত্যা মামলাতেও তিনি সালমানের পক্ষে আইনজীবী৷ সম্প্রতি কৃষ্ণসার হরিণ হত্যা মামলাতেও আদালতের একাধিক প্রশ্নের মুখে পড়তে হয়েছিল সালমানকে৷ সেখানে তিনি সাফ জানান, তিনি নির্দোষ৷ হরিণের স্বাভাবিক মৃত্যু হয়েছিল বলেই দাবি অভিনেতার৷ এদিকে আতঙ্কিত সারস্বত জীবনহানির আশঙ্কায় দ্বারস্থ হয়েছেন পুলিশের৷ পুলিশের তরফে তার জন্য সশস্ত্র প্রহরার ব্যবস্থা করা হয়েছে৷ সংবাদ প্রতিদিন



মন্তব্য চালু নেই