সালমান-আনুশকা জুটিকে বড়পর্দায় দেখতে তর সইছে না অনুরাগীদের

পুরোদমে শুটিং চলছে দাবাং খান সালমানের নতুন ছবি ‘সুলতান’ এর। ছবিতে সুলতানের চরিত্রে অভিনয় করছেন সালমান খান। কিন্তু, ছবিতে সালমানের বেগম কে হবেন তা নিয়ে দীর্ঘদিন টানাপোড়েন চলে। অবশেষে ঠিক হয় আনুশকা শর্মাকেই দেখা যাবে মিসেস সুলতান হিসেবে।

আজ সামনে এল তাঁদের ছবির ফার্স্ট লুক। এই ছবিতেই প্রথম অনস্ক্রিন জুটি বাঁধছেন সালমান এবং আনুশকা। আর এই জুটিকে বড়পর্দায় দেখতে তর সইছে না অনুরাগীদের। ছবিতে সালমান ও আনুশকা দুজনকেই দেখা যাবে কুস্তিবিদের চরিত্রে। ইতিমধ্যেই চরিত্রের স্বার্থে রীতিমতো প্রশিক্ষণও নিতে শুরু করেছেন নায়িকা আনুশকা। আগামী ৮ জুলাই মুক্তি পাবে ছবিটি।



মন্তব্য চালু নেই