সালমানের স্পর্শে হলিউডের পথে জ্যাকুলিন

বলিউডে নবাগতদের জন্যে সালমানের স্পর্শ অনেকটা পরশ পাথরের মতো। কারণ যারাই সালমানের সঙ্গে কাজ করেছেন তাদের ভাগ্যের চাকা ঘুরে গিয়েছে। সেই ধারাবাহিকতায় ‘কিক’ ছবিতে অভিনযের পর এবার হলিউডি ছবিতে কাজ করতে যাচ্ছেন জ্যাকুলিন ফার্নান্দোজ।
সম্প্রতি একটি ভারতীয় পত্রিকার দেয়া তথ্য মতে, শিগগিরই একমাসের জন্যে কানাডা যাচ্ছেন জ্যাকুলিন। এসময় তিনি একটি হলিউডি ছবির শুটিংয়ে অংশ নিবেন এই শ্রীলঙ্কান সুন্দরী।
বিভিন্ন সূত্র থেকে জানা যায়, হলিউডের বিখ্যাত নির্মাতা জেমস সিম্পসন পরিচালিত একটি থ্রিলারধর্মী ছবিতে অভিনয় করবেন জ্যাকুলিন।
উল্লেখ্য, জ্যাকুলিন বর্তমানে রণবীর কাপুর ও অর্জুন রামপালের সঙ্গে রয় ছবির শুটিং নিয়ে ব্যস্ত রয়েছে।



মন্তব্য চালু নেই