সালমানের ‘সুলতান’ ছবিতে স্ট্যালোন

হলিউডের সিলভেস্টার স্ট্যালোন বলিউডে আত্মপ্রকাশ হতে যাচ্ছে এই খবর অনেক দিন যাবত শোনা যাচ্ছিল। তখন অবশ্য কথাটা এতো গুরুত্ব দেননি কেউ।

তবে এবার একটু সবাই নড়ে চড়ে বসেছে। কারণ আগের সেই গুঞ্জন এখন নতুন করে শোনা যাচ্ছে। যেহেতু যা রটে তা কিছু হলেও ঘটে। তাই এবার শোনা যাচ্ছে সালমান খানের ‘সুলতান’ ছবিতে দেখা যাবে হলিউডের এই অভিনেতাকে।

জল্পনা যদি সত্যি হয় তবে যে একই পর্দায় ভক্তরা দেখতে পারবে সালমান আর স্ট্যালনকে।

সালমানের সঙ্গে টুইটে প্রায়ই কথা বার্তা বলেন স্ট্যালন। টুইটারেই সালমানের সঙ্গে অভিনয়ের ইচ্ছাও প্রকাশ করেছিলেন তিনি। আবার শোনা যাচ্ছে ‘সুলতান’-এর জন্য নাকি স্ট্যালনের কাছে ট্রেনিং নিতে চলেছেন সালমান। এই ছবিতে এক কুস্তিগীরের ভূমিকায় অভিনয় করছেন তিনি।



মন্তব্য চালু নেই