সালমানের সিনেমার টিকেট না পেয়ে আত্মঘাতী যুবক
সালমান খানের সদ্য মুক্তি পাওয়া ‘প্রেম রতন ধন পায়ো’ সিনেমার টিকিট না পেয়ে এনিয়ে বচসায় জিড়িয়ে পড়ে এক সালমানপ্রেমী। বচসার জেরে এক পর্যায়ে মায়ের শাড়ি গলায় পেঁচিয়ে আত্মহত্যা করেন তিনি।
ঘটনাটি ঘটেছে গতাকাল শুক্রবার ভারতের ইন্দোরে। এ ঘটনার জেরে শুক্রবার সন্ধ্যায় রীতিমতো তাণ্ডব হয়েছে ইন্দোরের অনুপ টকিজ সিনেমা হলে। অবশেষে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রেণে আনে।
পুলিশ জানায়, সালমান-প্রেমী আত্মঘাতী ওই ব্যক্তির নাম ধর্মেন্দ্র কুশওয়া। অনুপ টকিজ সিনেমা হলে টিকিট কাটতে গিয়েছিলেন ধর্মেন্দ্র। টিকিট না-পেয়ে হতাশ ধর্মেন্দ্র সিনেমা হলের ম্যানেজারের সঙ্গে বচসায় জড়িয়ে পড়েন। বচসা থেকে ধস্তাধস্তি। শেষে নিরাশ হয়েই তাঁকে ফিরতে হয়।
ধর্মেন্দ্রর ভাই রাকেশ কুশওয়া পুলিশের কাছে অভিযোগে জানান, ওই ঘটনার পর অনুপ টকিজের ম্যানেজার লোকজন নিয়ে তাঁদের বাড়িতে চড়াও হয়। বেধড়ক মারে ধর্মেন্দ্রকে। তার পরেই ধর্মেন্দ্র আত্মহত্যা করে।
অভিযুক্ত হল ম্যানেজার ছাড়াও বেশ কয়েকজনের নামে আত্মহত্যায় প্ররোচনা দেওয়ার অভিযোগ মামলা দায়ের হয়েছে। পাশাপাশি যাঁরা সিনেমা হলে তাণ্ডব চালায়, তাঁদের নামেও আলাদা মামলা রুজু হয়েছে। তবে এখনও কেউ গ্রেপ্তার করা হয়নি।
মন্তব্য চালু নেই