‘সালমানের রক্তের রিপোর্ট বিকৃত করা হয়েছে’
ভারতের হাইকোর্টে চলা হিট অ্যান্ড রান মামলায় মঙ্গলবারের মতো বুধবারের শুনানিতেও ‘সরকারি কৌঁসুলির সঙ্গে সালমান খানের আইনজীবীর তুমুল বাদানুবাদ হয়৷ সরকারি আইনজীবীর সঙ্গে এঁটে উঠতে না পেরে শেষমেশ আত্মপক্ষ সমর্থনের পথ নেন সালমানের আইনজীবী৷
ঘটনার দিন সালমান মদ্যপ ছিলেন কি না, তা নিয়ে বাদানুবাদ চলার সময় পুলিশি চার্জশিটের পদ্ধতিগত ত্রুটিবিচ্যুতির প্রসঙ্গই ফের পাড়েন সালমানের আইনজীবী শ্রীকান্ত শিভড়ে৷ ঘুরেফিরে তাঁর যুক্তি, ‘প্রথমে সালমানের বিরুদ্ধে মদ্যপ অবস্থায় গাড়ি চালানোর মামলা রুজু হয়নি৷ পয়লা অক্টোবর এই গল্পটা খাড়া করা হয়৷
সরকারি কৌঁসুলিকে সলমনের আইনজীবী শিভড়ে পুনরায় মনে করিয়ে দেন, প্রথম এফআইআরে মদ্যপ অবস্থায় গাড়ি চালানোর কোনও উল্লেখ ছিল না৷’ সেইসঙ্গে অভিযুক্তের হয়ে তিনি আবারও সাফাই দেন, ওই দিন বারে গেলেও মদের অর্ডার দেননি তাঁর মক্কেল৷ শুধুমাত্র জল খেয়েছিলেন৷ শিভড়ের দাবি, তাঁর মক্কেল বলিউডি তারকার রক্তের নমুনা রিপোর্টও বিকৃত করা হয়েছে৷ শিভড়ের আরও অভিযোগ, পরবর্তীকালে পুলিশ ওইদিনকার বারের বিল বিকৃত করে মামলা সাজায়৷
বারের ওয়েটারের বয়ান অনুযায়ী, বিলে কেবল টেবল নম্বর ছিল৷ কারও নাম এবং সই ছিল না৷ তাছাড়া তাঁর মক্কেল টেবিলেও বসেননি৷ তিনি দণ্ডায়মান অবস্থাতেই এক গেলাস জল খেয়েছিলেন৷ প্রত্যুত্তরে সরকারি আইনজীবী বিচারপতির উদ্দেশে পালটা যুক্তি তুলে ধরে বলেন, মহামান্য ধর্মাবতার, ওই গেলাসে যে পানীয় ছিল তা বাইরে থেকে জলের মতোই দেখায়৷ তাছাড়া, স্রেফ পানি খাওয়ার জন্য অভিযুক্ত বারে দাঁড়িয়েছিলেন, এটাই বা মেনে নেওয়া যায় কী করে?
মন্তব্য চালু নেই