সালমানের ভয়ে সেক্সের কথাটি গোপন করেছেন জেরিন

সালমান খানের হাত ধরে বলিউডে আগমন জারিন খানের। সম্প্রতি ‘হেট স্টোরি-৩’ তে বেশকিছু খোলামেলা দৃশ্যে অভিনয় করেন এ নায়িকা। তবে পর্দায় সেক্স করার বিষয়টি গোপনই রাখলেন সালমান খানের কাছে। কারণ কি?

সালমান খানের ভয়েই পর্দার সেক্সের বিষয়টি গোপন করেন এই নায়িকা। যে সালমান খান পর্দায় সামান্য চুমুও সাপোর্ট করেন না তিনি কি করে পর্দায় সেক্স করার দৃশ্য সাপোর্ট করবেন। এসব কারণেই জারিনের লুকোচু্রি।

কিন্তু প্রশ্ন হচ্ছে এখন তো সবাই জেনে গেছে ব্যাপারটি। এখন সালমান কি জারিন কে বকা দিয়েছেন? এটা জারিনই ভালো বলতে পারবে। তবে এ বিষয়ে এখনো মুখ খোলেন নি জারিন।



মন্তব্য চালু নেই