সালমানের প্রতিচ্ছবি নাজিম

বলিউডের হার্টথ্রুব নায়ক সালমানের খানের মতোই দেখতে তিনি। শুধু দেখতে বললে ভুল হবে, বডি কাঠামোও সালমানের মতোই। তার নাম নাজিম খান।

সালমান খান এবং সালমান খানের মতোই দেখতে নাজিম খান- দুজনকেই এবার দেখা যাবে সালমান খানের নতুন সিনেমা ‘বজরঙ্গি ভাইজান’-এ।index

আফগানিস্তানের কাবুলে বাড়ি হলেও বর্তমানে দিল্লির বাসিন্দা নাজিম খান সালমানের বিশাল ভক্ত। সালমানের সই করা টি-শার্ট তার জীবনের শ্রেষ্ঠ সংগ্রহ বলে জানান তিনি ।

বজরঙ্গি ভাইজান সিনেমাটিতে সালমানের অল্প বয়সীর চরিত্রে অভিনয় করেছেন নাজিম। প্রিয় নায়ক সালমান খানের সঙ্গে একই ছবিতে অভিনয়, তাও আবার সালমানের চরিত্রেই অভিনয় করাটা স্বপ্নের মতই বলে জানান নাজিম।



মন্তব্য চালু নেই