সালমানের পর এবার ফেঁসে যাচ্ছেন আমির খান

সালমানতো ফেঁসেছেন ১ যুগেরও বেশি সময় আগে মদ খেয়ে গাড়ি চালিয়ে। অবশ্য সালমানের বিরুদ্ধে হারিণ শিকারের মামলাও চলমান। ঠিক এবার সালমানের মতো ফেঁসে যাচ্ছেন আরেক বলিউড সুপার স্টার আমির খান। তবে সালমান যে ধরণের অপরাধ করে ফেঁসেছেন আমির অবশ্য সে ধরণের অপারধ করেননি।

সম্প্রতি আমির খান একটি অনলাইন শপিং কোম্পানির বিজ্ঞাপনে অংশ নিয়েছেন। কিন্তু সেই অনলাইন শপিং কোম্পানি ‘স্পেডিল’-এর বিরুদ্ধেই আছে প্রেসক্রিসশন ছাড়া ওষুধ বিক্রির অভিযোগ। এই ধরণের একটি বাজে কোম্পানির বিজ্ঞাপনে অংশ নিয়ে কোম্পানিটিকে প্রমোট করেছেন আমির। সুতরাং আমির নিজেও এক অর্থে অপরাধ করেছেন।

ঘটনাটি নজরে আসে মহারাষ্ট্রের ফুড অ্যান্ড ড্রাগ অ্যাডমিনিষ্ট্রেশনের(এফডিএ)। ঘটনাটি নিয়ে বিশদে তদন্ত শুরু করে এফডিআই। কোন্ কোন‌্ সংস্থা স্ন্যাপডিলের এই কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত, তার খোঁজ নেওয়া হয়৷ সংস্থার সিইওর নামে এইআইআর দায়ের করারও সিদ্ধান্ত নেয় এফডিআই। স্ন্যাপডিলের এই ওষুধ বিক্রির বিরুদ্ধে মামলার নির্দেশও দিয়েছে এফডিআই।



মন্তব্য চালু নেই