সালমানের নিয়ে যাওয়া হচ্ছে আর্থার রোড জেলে

হিট অ্যান্ড রান কেসে পাঁচ বছরের জেল হল সালমান খানের। সঙ্গে ২৫ হাজার টাকার জরিমানা। মামলার ১৩ বছর পর দোষী সাব্যস্ত হয়ে সাজা পেলেন সালমান খান। আদালত মেনে নিল যে, দুর্ঘটনার দিন মদ্যপ অবস্থায় গাড়ি চালাচ্ছিলেন সলমন খান। আর্থার রোড জেলে তাঁকে নিয়ে যাওয়ায় হচ্ছে। জামিনের জন্য সালমান হাইকোর্টে আবেদন জানাতে পারবেন।

সালমানের বিরুদ্ধে সব অভিযোগ সত্য বলে মন্তব্য বিচারপতির। লাইসেন্স ছাড়াই তিনি গাড়ি চালাচ্ছিলেন। রায় শুনে কেঁদে ফেলেন সালমান। জামিনের জন্য হাইকোর্টে আবেদন করতে পারবেন

বুধবার সকাল ১১টা নাগাদ রায় ঘোষণা করেন সেশন কোর্টের বিচারক ডি. ডব্লিউ দেশপাণ্ডে। সলমনের বিরুদ্ধে ওঠা সব অভিযোগই প্রমাণিত হয়েছে।

মদ্যপ অবস্থায় নিজেই গাড়ি চালাচ্ছিলেন তিনি।
দুর্ঘটনার সময় লাইসেন্স ছিল না সালমানের।
অনিচ্ছাকৃত খুনের জন্য ৩০৪ ধারায় দোষী সব্যস্ত হলেন সালমান।

মামলা চলাকালীন সলমনের ড্রাইভার অশোক সিং জানিয়েছিলেন সালমান নন, তিনি সেদিন রাতে গাড়ি চালাচ্ছিলেন তিনি। কিন্তু সাক্ষ্যপ্রমাণ দেখে সালমানকেই দোষী সব্যস্ত করেছে আদালত। এই মামলায় দোষী সব্যস্ত হওয়ায় অন্তত ১০ বছর বা যাবজ্জীবন কারাদণ্ড হতে পারে সালমানের। আদালতে উপস্থিত থাকা সালমানের এক অনুরাগী জানান, সকাল থেক হালকা মেজাজে থাকলেও রায় ঘোষণার পরই ভেঙে পড়েন সালমান। সরকারী আইনজীবী সালমানের দশ বছরের সাজা দাবি করেন।



মন্তব্য চালু নেই