‘নো এন্ট্রি মে এন্ট্রি’
সালমানের ট্রিপল রোল
প্রথমে গুজব ছিল ‘নো এন্ট্রি’ ছবির সিক্যুয়ালে এন্ট্রি নেবেন না সালমান খান। তবে ‘নো এন্ট্রি’র প্রথমভাগে যেহেতু তিনিই কাঁপিয়ে ছিলেন সিনেপর্দা, তাই এই ছবির সিক্যুয়ালে সালমান ছাড়া ভাবাই যায় না। সেই কারণেই নানা ভাবনা-চিন্তা করে প্রযোজক বনি কাপুর সালমানকে ফের ‘নো এন্ট্রি’তে এন্ট্রি নেয়ার অনুরোধ করলেন। তবে এবার ছবির নাম পাল্টে ‘নো এন্ট্রি মে এন্ট্রি’ হয়েছে। আর এই ছবিতে একই সঙ্গে তিনটি চরিত্রে অভিনয় করতে চলেছেন সালমান। ট্রিপল রোলে অভিনয় করার জন্য সালমান নেবেন নতুন লুকও।
আপাতত, সালমান ব্যস্ত রয়েছেন ভাই সোহেল খানের ‘কিক’ ছবির শুটিংয়ে। এই ছবির শুটিংয়ের পরেই সালমান ব্যস্ত হয়ে পড়বেন ‘নো এন্ট্রি’র শুটিংয়ে। জানা গেছে শুধু সালমান নন, সিক্যুয়ালে ফিরে আসতে পারে অনিল কাপুর, ফারদিন খানও। এমনকি ছবিতে দেখা যেতে পারে বিপাশা বসু, সেলিনা জেটলি, লারা দত্ত এবং এশা দেওলকেও। বনি কাপুর জানিয়েছেন, ‘আগের ছবির চরিত্রগুলো যেমন নতুন থাকবে, তেমনি নতুন কিছু চরিত্রও জন্ম নেবে নতুন গল্পে। তাই সাতজন নতুন হিরোইনের খোঁজ চলছে নো এন্ট্রির সিক্যুয়ালের জন্য।’
মন্তব্য চালু নেই