সালমানের জামিন মূল্য মাত্র ৩০ হাজার রুপি

ইচ্ছাকৃত নরহত্যার দায়ে ‘সাল্লু’খ্যাত বলিউডের জনপ্রিয় তারকা সালমান খানের সাজা স্থগিতের পর শুক্রবার তাকে জামিনও দিয়েছেন মুম্বাই হাইকোর্ট। কিন্তু তার জামিনের বন্ড মূল্য মাত্র ৩০ হাজার রুপি। এত বড় আইকনের জামিনের বন্ড মূল্য এত কম নিয়ে ভারতের মিডিয়াতে বেশে আলোড়ন সৃষ্টি করেছে।

২০০২ সালে মুম্বাইয়ের বান্দ্রার রাস্তায় ঘুমন্ত মানুষের ওপর গাড়ি চালিয়ে এক জনকে হত্যা ও চারজনকে আহত করার ‘রান অ্যান্ড হিট’ মামলায় বুধবার পাঁচ বছরের সাজা হয় সালমানের। ওই দিনই তাকে দুই দিনের অন্তর্বর্তীকালীন জামিন দিয়ে শুক্রবার মামলার নতুন দিন ধার্য করেন মুম্বাই হাইকোর্ট।

আজ (শুক্রবার) তার ওই সাজা স্থগিত করে আদালতে হাজির হয়ে তাকে জামিন নিতে বলেন মুম্বাই হাইকোর্টের বিচারক।

সালমানের পক্ষে আইনি লড়াই করেন আইনজীবী অমিত দেশাই। তিনি আদালতকে জানান, ওই ঘটনার দিনে গাড়িতে কামাল খান নামে আরো একজন উপস্থিত ছিলেন। তার শুনানি নেওয়া হয়নি।

হাইকোর্টে এ শুনানির বিচারক রাষ্ট্রপক্ষের আইনজীবীকে প্রশ্ন করেন, কেন কামাল খানের সাক্ষ্যগ্রহণ করা হয়নি? তারপর বিভিন্ন যুক্তি তর্ক শেষে আদালত সালমানের রায় স্থগিত করে ১৫ জুন ওই মামলার নতুন শুনানির তারিখ ঘোষণা করেন বিচারক।

এরপর মাত্র ৩০ হাজার রুপির বিনিময়ে তাকে জামিন দেওয়া হয়। তবে বিদেশ ভ্রমণের জন্য আদালতের অনুমতি নিতে হবে বলে রায়ে উল্লেখ করা হয়।

এ শুনানিতে আদালতে উপস্থিত ছিলেন সালমানের ভাই আরবাজ খান, বোন আলভিরা, ম্যানেজার রেশমা এবং সালমানের পারিবারিক বন্ধু বাবা সিদ্দিক।

২০০২ সালের ২৮ সেপ্টেম্বরের রাতে বান্দ্রার ফুটপাথে ঘুমন্ত পাঁচজনকে পিষে দেয় সালমানের বিলাসবহুল এসইউভি। সেই দুর্ঘটনায় মারা যান নুরুল্লাহ মেহবুব শরিফ নামে এক ব্যক্তি। আহত হন আরো চারজন। দীর্ঘ ১৩ বছরের আইনি লড়াইয়ের পর বুধবার বলিউড তারকা সালমানকে দোষী সাব্যস্ত করে মুম্বাই দায়রা আদালত। বিচারক ডি ডাব্লিউ দেশপাণ্ডে সালমান খানের পাঁচ বছরের সশ্রম কারাদণ্ড এবং জরিমানার নির্দেশ দেন। হাইকোর্টে সালমানের হয়ে আপিল করেন ভারতের খ্যাতনামা আইনজীবী হরিশ সালভে।

তথ্যসূত্র : টাইমস অব ইন্ডিয়া।



মন্তব্য চালু নেই