সালমানের চোখের প্রেমে মাতাল জ্যাকুলিন !
বলিউড তারকাদের খেয়াল খুশির যেন কোন তাল ঠিক নেই! কত কিছুর প্রেমেই না পড়েন তারকারা। কিন্তু তাই বলে চোখের প্রেমে! বলিউড গ্লামারাস অভিনেত্রী জ্যাকুলিন ফার্নান্দেজ এবার তাই চোখের প্রেমেই পড়লেন। তবে তা যেনতেন কারও নয়, বলিউড ভাইজান সুপারস্টার সালমান খানের।
সালমানের চাহনিতে মুগ্ধ হয়ে টুইটারে শ্রীলংকান এ সুন্দরী জানিয়েছেন, ‘ভালোবাসি ওই তীক্ষষ্ট চোখের চাহনি!’ সালমানের নতুন ছবি ‘বজরঙ্গী ভাইজান’র প্রথম পোস্টার দেখে সালমানের চাহনির প্রশংসা করেন ২৯ বছর বয়সী এ অভিনেত্রী।
সালমানকে শুভকামনা জানিয়ে আরও লিখেছেন, ‘আবারও অতীতের সব রেকর্ড নিশ্চয়ই ভাঙতে যাচ্ছ তুমি।’ এর আগে ‘কিক’ ছবির প্রচারণার সময় সালমানের গালে চুমু খেয়েছিলেন বলিউডের এ অভিনেত্রী। কবির খান পরিচালিত ‘বজরঙ্গী ভাইজান’ মুক্তি পাবে ১৭ জুলাই। আর এই ছবিতেই সালমানকে শুভকামনা জানিয়ে এমন মন্তব্য করলেন জ্যাকুলিন ।
সূত্র: ইন্ডিয়ান এক্সপ্রেস
মন্তব্য চালু নেই