সালমানের চরিত্রে সাকিব!

আইপিএলে টানা ব্যর্থতার বৃত্ত থেকে বের হতে গুরুর শরণাপন্ন হয়েছিলেন টাইগার অলরাউন্ডার সাকিব। আর তার পরামর্শেই সফল কেকেআরের এই তারকা। গুজরাট লায়ন্সের বিপক্ষে ৪৯ বলে খেলেন ৬৬ রানের দুর্দান্ত এক ইনিংস। কলকাতা নাইট রাইডার্সের তারকা এই খেলোয়াড়কে এবার পাওয়া গেল বলিউড সুপারস্টার সালমান খানের চরিত্রে।

এটা কোন বলিউডের রুপালী জগতের ছবি না। নাইট রাইডার্স তাদের দলের ক্রিকেটারদের নিয়ে ‘বলিউড নাইট’ অনুষ্ঠান করে। সেখানে প্রচারণার কাজে দেখা গেলো মজার এসব পোস্টার। সেখানেই সালমানের ‘এক থা টাইগারের’ মূল পোস্টারে লাগানো হয়েছে সাকিবের ছবি। অবশ্য নামেও রয়েছে পরিবর্তন। সাকিবের ওই পোস্টারে সাকিবকে বলা হয়েছে, ‘এক হ্যায় সাকিব’ অর্থাৎ ‘একজন সাকিব আছেন’।

শুধু সাকিবই নন। ক্যারিবিয়ান ক্রিকেটার আন্দ্রে রাসেলও রয়েছেন এই তালিকায়। জনপ্রিয় ছবি ‘বাহুবলী’র কাটাপ্পা চরিত্রের আদলে প্রকাশিত হয়েছে তার পোস্টার। যেখানে রাসেলকে বলা হয়েছে ‘আন্দ্রেবলি’। আর ক্রিস লিনকে বানানো হয়েছে ‘কৃশ’। আর সবগুলো ছবি প্রকাশিত হয়েছে কলকাতা নাইট রাইডার্সের ভেরিফাইড ফেসবুক ফ্যানপেজে।



মন্তব্য চালু নেই