সালমানের খোলা শরীরের সেলফি
শার্ট খুলে শরীর দেখানোতে বেশ সুনাম রয়েছে বলিউড সুপার স্টার সালমান খানের। তার অভিনীত প্রায় ছবিতে একটা না একটা দৃশ্য থাকবে যেখানে তিনি শার্ট খুলবেন। এসব তথ্য সালমান ভক্তদের জানা আছে।
তবে এবার সালমান চলচ্চিত্রে নয় বাস্তবেই শার্ট খুলে নিজের খালি গায়ের ছবি তুলে তা প্রকাশ করলেন সামাজিক যোগাযোগ মাধ্যমে। সালমানের সেই খোলা শরীরের সেলফি নিয়ে এখন চলছে নানান আলোচনা আর সমালোচনা। কেউ পক্ষে আবার কেউ বিপক্ষে কথা বলছেন। সে যাই হোক সালমানের মেক আপ ছাড়া নতুন সেলফি তো দেখা গেলো!
মন্তব্য চালু নেই