সালমানের কাছে ক্ষমা চাইলেন অরিজিৎ
সালমান খানের কাছে ক্ষমা চেয়ে ফেসবুকে একটি খোলা পোস্ট দিয়েছেন বলিউডের জনপ্রিয় গায়ক অরিজিৎ সিং। সঙ্গে আর্জি রাখেন, সালমান যেন দয়া করে তার আসন্ন ছবি ‘সুলতান’ থেকে তার গাওয়া গানটি বাদ না দেন।
এই পোস্ট থেকে একটা বিষয় পরিষ্কার, যেকোনও কারণেই হোক গায়ক অরিজিৎ মারাত্মক উদ্বিগ্ন। তবে ফেসবুকে প্রথমে লম্বা একটি পোস্ট করলেও পরে সেটি মুছে দেন গায়ক।
সূত্রের দাবি, গায়ক অরিজিৎ সিং ও সালমানের ‘সুলতান’ ছবির ক্রুদের মধ্যে সবকিছু স্বাভাবিক নেই।
বলিউডের অন্দরের খবর, দিন কয়েক আগে কোনও এক পার্টিতে সালমান খানকে সবার সামনে অপমান করেন গায়ক অরিজিৎ। এরপর একাধিক মাধ্যমে গায়ক নিজের ব্যবহারের জন্যে ক্ষমা চাইলেও সালমান পুরো বিষয়টা উপেক্ষা করে যান।
এর জেরেই হয়তো ভেতরে-ভেতরে চিন্তিত অরিজিৎ সিং! তাই এভাবে প্রকাশ্যে ক্ষমা চাইলেন তিনি।
মাসখানেক আগে এক পুরস্কার মঞ্চে যেখানে অরিজিৎ সেরা গায়কের সম্মান পেয়েছিলেন, সেখানে সালমান গায়কের গাওয়া ‘তুম হি হো’ গানটি নিয়ে সামান্য মজা করেন। তার জবাবে অরিজিৎ বলেন, সালমান ও রীতেশের সঞ্চালনার প্রভাবে তিনি ঘুমিয়ে পড়ছেন।
কিন্তু সেই কথাটা খুব ভালোভাবে নেননি সালমান। তারপরই প্রকাশ্যে ক্ষমা চাওয়ার সিদ্ধান্ত অরিজিতের।
মন্তব্য চালু নেই