সালমানকে ম্যাসেজ না দেয়ায় অনুতপ্ত ক্যাটরিনা!

বলিউডের আবেদনময়ী অভিনেত্রী ক্যাটরিনা কাইফ সম্প্রতি ’বাজরাঙ্গি ভাইজান’ ছবিতে প্রাক্তন প্রেমিক সালমান খানের অভিনয় দেখে আবেগপ্রবণ হয়ে পড়েছিলেন। নতুন খবর হল, সালমানকে এই উচ্ছ্বাসের কথা জানাতে না পেরে অনুতপ্ত তিনি।

অভিনয় দেখে ভালো লাগার কথা জানিয়ে তাৎক্ষণিক সালমানকে ম্যাসেজ করেছেন ক্যাটরিনা, এমনটাই জানা গেছে প্রতিবেদন থেকে। কিন্তু একটি সাক্ষাৎকারে এ কথা অস্বীকার করেছেন ক্যাটরিনা।

ক্যাটরিনা বলেন, আমি সালমানকে ম্যাসেজ দেইনি কিন্তু দেয়া উচিত ছিল।

’এক থা টাইগার’ ছবি সালমানকে বিশেষভাবে উপস্থাপন করেছে। ’বাজরাঙ্গি ভাইজান’ ছবিতে সালমানের অভিনয়ের পাশাপাশি কবির খানের নির্মাণকুশলী এবং ’হাম দিল দে চুকে সানাম’ ছবিতে সালমানের বিশিষ্টতা এবং কৌতুকরস প্রশংসাযোগ্য বলেও জানান ক্যাটরিনা।

উল্লেখ্য, ২০০৩ সালে বুম ছবিতে অভিনয়ের মধ্য দিয়ে ক্যাটরিনার বলিউড অভিষেক হলেও সালমানের সাথে কাজ করা ছবি তার ক্যারিয়ারে এনেছে ভিন্ন মাত্রা। নিজের ক্যারিয়ারে সালমানের অবদান স্বীকারও করেছেন ক্যাটরিনা। সালমান-ক্যাটরিনা একসময় ছিল বলিউডের আলোচিত প্রেমিক জুটি। ক্যাটরিনার জীবনে রণবীর কাপুরের আগমন ঘটলে সালমানের সঙ্গে সম্পর্কের বিচ্ছেদ ঘটে।



মন্তব্য চালু নেই