সালমানকে বিয়ে করাবেন আমির!
বয়স ৫০ পেরিয়েছে বলিউডের তিন খানের। এদের মধ্যে আমির আর শাহরুখ দিব্যি সংসার করে চলছেন বহু বছর ধরে, ছেলেমেয়েদের নিয়ে কাটাচ্ছেন ব্যস্ত সময়—অথচ ‘দাবাং’ খান সালমানের আজো বিয়েই হলো না! সালমানের বিয়ে নিয়ে গণমাধ্যমে যতই কথা হোক, তিনি বিয়ে করবেন—এমনটা বুঝি আর কেউ ভাবেই না। তবে এ বিষয়ে আজকের ‘বার্থডে বয়’ আমির খান কিন্তু জানাচ্ছেন চমক দেওয়া কথা।
সালমান আর আমিরের মাঝে দারুণ খাতির। আমির নিজেই বহুবার বলেছেন যে তিনি চান সালমান বিয়ে করুক, ঘর-সংসার করুক। জন্মদিনে আমিরকে সে পুরোনো কথাই আবার স্মরণ করিয়ে দেওয়া হয়েছে গণমাধ্যমের তরফ থেকে। উত্তরে আমির বলেন, ‘আমি চাই ও বিয়ে করুক। তবে এ ব্যাপারে আমি আসলে সেভাবে চেষ্টা করিনি এখনো। স্রেফ বলেছি আর কী! পুরোপুরি চেষ্টা করা হয়নি। আমি যদি আমার পুরো সামর্থ্য দিয়ে চেষ্টা করি, তাহলে অবশ্যই সফল হবো।’
জন্মদিনে এক সংবাদ সম্মেলনে অকপটে এই ঘোষণা দিয়েছেন আমির। অবশ্য এ নিয়ে এখনো সালমানের কোনো প্রতিক্রিয়া জানা যায়নি।
মজার বিষয়, দুই বন্ধুরই পরবর্তী ছবিতে চরিত্র প্রায় একই রকমের। ‘দঙ্গল’ ছবিতে আমির আসছেন কুস্তিগীর চরিত্রে, ‘সুলতান’-এ সালমান খানেরও একই চরিত্র! এ বছরের ঈদে আসবে ‘সুলতান’ আর ‘দঙ্গল’ আসবে বড়দিনের ছুটিতে।
মন্তব্য চালু নেই