সালমানকে পাকিস্তানি ভক্তের অভিনব উপহার

বেশ ধুমধাম করে ২৭ ডিসেম্বর নিজের ৫১তম জন্মদিন উদযাপন করেছেন সালমান খান। ভক্ত-শুভাকাঙ্খীদের কাছ থেকে অনেক উপহার পেয়েছেন এদিন।

দুবাইয়ে বসবাসকারী পাকিস্তানি নাগরিক আলি মালিকও সালমানের ভক্ত। তিনি প্রিয় তারকাকে উপহার দিতে তার জন্মতারিখ ‌২৭/‌১২ নম্বরের গাড়ির নাম্বার প্লেটটাই কিনে ফেলেছেন। ‘‌এস’‌ সিরিজের অন্তর্গত নাম্বারপ্লেটটি কিনতে আলির খরচ হয়েছে ভারতীয় মুদ্রায় দুই লাখ ১০ হাজার টাকা। প্রিয় তারকাকে দুবাইয়ের এই নাম্বারপ্লেটটি উপহার হিসেবে দিতে চান তিনি।

আলি চান সালমান নিজে হাতে ওই নাম্বারপ্লেটটি নিলাম করুন। যেখান থেকে প্রাপ্ত অর্থ দান করা হবে ‘দুবাই কেয়ার’ এবং ‘’বিয়িং হিউম্যান’ এর মতো স্বেচ্ছাসেবী সংস্থাকে। ‌‌‌



মন্তব্য চালু নেই