সালমানকে চড় মারলো আনুষ্কা
‘সুলতান’-এর সেটে সালমান খানকে চড় আনুষ্কা শর্মার। তবে সেটা ছবিরই একটা দৃশ্য, বাস্তব নয়। তবে বলিউড সুপারস্টার যে কারর হাতে চড় খেতে রাজি হয়েছেন ছবির জন্যে, সেই বা কম কী?
বিশেষ সূত্রে পাওয়া খবর অনুযায়ী, এই ছবিতে সালমান ও আনুষ্কা দুজনেই কুস্তিগীরের ভূমিকায় অভিনয় করছেন। সেই কারণেই দুজনের মধ্যে ‘হট এক্সচেঞ্জ’ হবে সেটাই প্রত্যাশিত। শুধু তাই নয় জানা গিয়েছে এটা ছবির অন্যতম গুরুত্বপূর্ণ দৃশ্য।
আলি আব্বাস জাফর পরিচালিত এই ছবিতে প্রচুর দৃশ্য আছে যেখানে সালমানকে খালি গায়ে পেশিবহুল শরীর প্রদর্শন করতে দেখা যাবে। তবে এই ছবিতে শ্যুটিংয়ের দৃশ্যে যেভাবে নানা ধরনের চমকের খবর পাওয়া যাচ্ছে, সেখানে এই ছবির প্রমো দেখতে দর্শকরা যে খুবই আগ্রহী হবে তা বলাই বাহুল্য।
মন্তব্য চালু নেই