সালথায় যুবকের লাশ উদ্ধার
মহসিন উদ্দিন, সালথা (ফরিদপুর) প্রতিনিধি : ফরিদপুরের সালথায় হরিদাস সরকার (৩০) নামে এক যুবক গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। হরিদাস উপজেলার আটঘর ইউনিয়নের চাউলিয়া গ্রামের মৃত পরেশ চন্দ্র সরকারের ছেলে।
জানা গেছে, পারিবারের লোকজনের সাথে অভিমান করে হরিদাস ঘটনার দিন ভোর রাতে বাড়ির পাশে একটি গাছের ডালের সাথে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে। স্থানীয় লোকজন তার ঝুলন্ত লাশ দেখে পুলিশকে খবর দেয়। সালথা থানার অফিসার ইনচার্জ (ওসি) ডী এম বেলায়েত হোসেন বলেন, লাশ উদ্ধার করে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে।
মন্তব্য চালু নেই