সালথায় বোরো ধানের বাম্পার ফলনের সম্ভাবনা

মহসিন উদ্দিন, সালথা, (ফরিদপুর) থেকে: রবি মৌসুমে ফরিদপুরের সালথা উপজেলায় বোরো ধানের বাম্পার ফলনের সম্ভাবনা রয়েছে। এ বছর উপজেলার ৮টি ইউনিয়নের প্রতিটি মাঠে অনন্য ফসলের পাশাপাশি বোরো ধানের আবাদ করা হয়েছে।

উপজেলা কৃষি অফিস সুত্রে জানা গেছে, বর্তমান সালথা উপজেলার প্রধান ফসল হচ্ছে পাট ও পিয়াজ। এবার পিয়াজের পাশাপাশি কৃষকরা বোরো ধানের আবাদও করেছে। এবছর এই উপজেলায় বোরো ধান আবাদের লক্ষ্যেমাত্রা ছিলো ১২শ’ ৩৫ হেক্টর। তা অতিক্রম করে ১২শ’ ৫০ হেক্টর জমিতে বোরো ধানের আবাদ করেছে কৃষকরা।

সোনাপুর ইউনিয়নের আঃ কাউয়ুম নামের এক কৃষক বলেন, সালথার মানুষ কৃষির উপর নির্ভরশীল। প্রধান ফসল পাট-পিয়াজ ও অনন্য ফসলের পাশাপাশি ধান চাষ করে থাকেন। এ বছরে বেশ কিছু পরিমান ধানের চাষাবাদ করা হয়েছে। আবহাওয়া যদি অনুকুলে থাকে তবে ধানের বাম্পার ফলনের সম্ভাবনা রয়েছে।

উপজেলা কৃষি অফিসার মোহাম্মাদ বিন ইয়ামিন বলেন, বোরো ধানের সময় মত সেচ, সার, কিটনাশক দিতে পারলে এই উপজেলায় বোরো ধানের বাম্পার ফলনের আশা করা যাচ্ছে।



মন্তব্য চালু নেই