সালথায় বঙ্গবন্ধুর জন্মদিন পালিত
মহসিন উদ্দিন, সালথা, ফরিদপুর থেকে: বাঙ্গালী জাতীর শ্রেষ্ট সন্তান, জাতীর জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৯৭ তম জন্মদিন উপলক্ষে গতকাল বৃহস্পতিবার ফরিদপুরের সালথায় র্যা লী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা পরিষদ ও প্রশাসনের আয়োজনে প্রথমে র্যা লী বের হয়ে সদর বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে উপজেলা চত্তরে গিয়ে শেষ হয়। র্যা লী শেষে উপজেলা নির্বার্হী অফিসার আব্দুল আজিজের সভাপতিত্বে উপজেলা সম্মেলন কক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এসময় বক্তব্য রাখেন, উপজেলা কৃষি কর্মকর্তা মোহাম্মাদ বিন ইয়ামিন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফারুক-উজ্জামান ফকির মিয়া, উপজেলা প্রকৌশলী কাজী সেকেন্দার আলী, সমবায় অফিসার তোফাজ্জেল হোসেন, যুব উন্নয়ন অফিসার মোস্তফা আহসান কামাল, শিা অফিসার কৃষ্ণ চন্দ্র চক্রবর্তী, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক চৌধুরী সাব্বির আলী, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ কমান্ডার আবুল কালাম আজাদ, প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি আক্তারুজ্জামান, আটঘর ইউপি যুবলীগের সভাপতি ওয়াহিদুজ্জামান ওহিদ প্রমূখ।
মন্তব্য চালু নেই