সালথায় ফলদ বৃক্ষ মেলার শুভ উদ্বোধন
“দিন বদলের বাংলাদেশ, ফল বৃক্ষে ভরবো দেশ” এই শ্লে¬াগানকে সামনে রেখে ফরিদপুরের সালথায় ফলদ বৃক্ষ মেলা ২০১৫ এর শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার সকাল সাড়ে ১০ টায় উপজেলা হলরুমে উপজেলা নির্বাহী কর্মকর্তা বিশ্বাস রাসেল হোসেনের সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এ আলোচনা সভায় বক্তব্য রাখেন, উপজেলা কৃষি কর্মকর্তা মোহাম্মাদ বিন ইয়ামিন, উপজেলা মহিলা ভাইস-চেয়ারম্যান মোসাঃ মোরশেদা খানম, উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক মোঃ ফারুকুজ্জামান ফকির মিয়া, উপজেলা সরকারী প্রাথমিক বিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি সৈয়দ নাজমূল হোসেন লিটু, সালথা বাজার বনিক সমিতির সাধারন সম্পাদক সরোয়ার হোসেন বাচ্চু ও নার্সারী সমিতির সভাপতি বাবুল মিয়া প্রমূখ। আলোচনা শেষে উপজেলা চত্তরে মেলা স্টলের শুভ উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার বিশ্বাস রাসেল হোসেন।
মন্তব্য চালু নেই