সালথায় কবর স্থান হতে লাশ চুরি
মোঃ মহসিন উদ্দিন, সালথা, ফরিদপুর প্রতিনিধিঃ ফরিদপুরের সালথা উপজেলার ফুকরা গ্রামে কবর স্থান হতে ৩০শে জুন গভীর রাতে চারটি লাশ চুরির ঘটনা ঘটে।
এলাকা সূ্ত্রে জানা যায়, ফুকরা বাজার এর পাশের কবর স্থান হতে হাজী মহিউদ্দিন মোল্যা, আঃ কাইয়ুম, মোস্তাফা মেম্বার’ মার কবর সহ চারটি কবর খুড়ে লাশ চুরি করে নিয়ে যায় দৃষ্কৃতিরা, এর আগেও এ কবর স্থান হতে একাধিক বার লাশ চুরি হয়েছে এ নিয়ে এলাকা বাসীর মাঝে উত্তেজনা বিরাজ করছে।
মন্তব্য চালু নেই