সারিয়াকান্দিতে ৬টি সেতু উদ্বোধন করবেন ওবায়দুল কাদের
শুক্রবার সারিয়াকান্দিতে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের বগুড়া-সারিয়াকান্দি সড়কে নব-নির্মিত ৬টি সেতু শুভ উদ্বোধন করবেন। এছাড়াও তিনি উপজেলা আওয়ামীলীগ আয়োজিত সুধি সমাবেশে বক্তব্য রাখবেন। এতে সভাপতিত্ব করবেন উপজেলা আওয়ামীলীগের সভাপতি সাহাদারা মান্নান। বগুড়া সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী মোঃ জাহাঙ্গীর আলম জানান, বগুড়া-সারিয়াকান্দি সড়কে নব-নির্মিত ৬টি সেতু নির্মাণে ব্যয় হয়েছে প্রায় ২৭ কোটি টাকা। ৬টি সেতু নির্মাণে ঐ এলাকার জনগনের যোগাযোগের ক্ষেত্রে মাইলফলক হয়ে থাকবে। উপজেলা নির্বাহী অফিসার প্রত্যয় হাসান জানান, মন্ত্রী মহোদয়ের আগমন উপলক্ষে যাবতীয় প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে।
মন্তব্য চালু নেই