সারিয়াকান্দিতে বিভিন্ন কর্মসূচীর মধ্য দিয়ে জেল হত্যা দিবস পালিত

সারিয়াকান্দিতে বিভিন্ন কর্মসূচী পালনের মধ্য দিয়ে জেল হত্যা দিবস পালিত হয়েছে। সোমবার সকালে আওয়ামীলীগের দলীয় কার্যালয়ে জাতীয় পতাকা, দলীয় পতাকা, ও কালো পতাকা উত্তোলন করা হয়। দিনব্যাপী জাতীর পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও ৪জাতীয় নেতা সৈয়দ নজরুল ইসলাম, তাজ উদ্দিন আহম্মেদ, এএইচএম কামরুজ্জামান এবং ক্যাপটেন এম মুনছুর আলীর ভাষণ মাইকে প্রচার করা হয়। এছাড়াও বিকাল ৪টায় উপজেলা ছাত্রলীগের আয়োজনে দলীয় কার্যালয়ের সামনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা ছাত্রলীগের সভাপতি মিজানুর রহমান মিজানের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে- উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আলমগীর শাহী সুমন বলেন- ১৯৭৫ সালের এই দিনে মুক্তিযুদ্ধের সংগঠক এবং জাতীর জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঘনিষ্ট সহযোগী জাতীয় ৪ নেতাকে ঢাকা কেন্দ্রীয় কারাগারে অভ্যান্তরে নির্মমভাবে হত্যা করা হয়। তিনি জাতীয় ৪ নেতা হত্যার বিচার দাবী করেন। আলোচনা সভায় আরও বক্তব্য রাখেন-উপজেলা আওয়ামীলীগের সহসভাপতি মমতাজুর রহমান, যুগ্ম সম্পাদক মতিউর রহমান মতি, পৌর আওয়ামীলীগের সভাপতি কুরবান আলী, যুবলীগ নেতা ছাকোয়াত হোসেন ছকো, সাবেক ছাত্রলীগ নেতা রাশেদুজ্জামান মুনু, পৌর ছাত্রলীগের সভাপতি সোহান সাগর প্রমুখ।



মন্তব্য চালু নেই