সারিয়াকান্দিতে বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ

বগুড়ার সারিয়াকান্দিতে রোটারী ক্লাবের উদ্যোগে বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ইউনিসেফ প্রদত্ত ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়েছে। রোববার দুপুর ২টায় উপজেলার রামনগর ও কুপতলা গ্রামে রোটারী ক্লাব অফ ঢাকা ও রোটারী ক্লাব ঢাকা মিডসিটির আয়োজনে ত্রাণ সামগ্রী বিতরণকালে উপস্থিত ছিলেন রোটারী ক্লাব অফ বগুড়ার প্রেসিডেন্ট রোটারীয়ান এমএ জিন্নাহ, সাবেক প্রেসিডেন্ট রোটারীয়ান এমএ ওহাব, রোটারীয়ান মোজাম্মেল হক তালুকদার, বগুড়া প্রেস ক্লাবের সভাপতি রোটারীয়ান রেজাউল হাসান রানু, রোটারীয়ান এমএ মান্নান সরদার, রোটারীয়ান মোস্তাফিজার রহমান, রোটারীয়ান আব্দুল খালেক দুলু। কুপতলা ও রামনগর গ্রামের বন্যায় ক্ষতিগ্রস্ত ২’শ পরিবারের মাঝে ইউনিসেফ প্রদত্ত জন প্রতি ১টি করে ত্রাণ সামগ্রীর প্যাকেট বিতরণ করা হয়।



মন্তব্য চালু নেই