সারিয়াকান্দিতে প্রতিপক্ষের মারপিটে পিতা-পুত্র আহত
সারিয়াকান্দির চর এলাকায় প্রতিপক্ষের মারপিটে পিতা-পুত্র আহত হয়েছে। হাসপাতাল সূত্রে জানা যায়, মঙ্গলবার দুপুর ১২টায় উপজেলার বোহাইল ইউপির চর মাঝিরা গ্রামের কৃষক সলেমান(৪২) তার নিজ জমিতে চাষ করার সময় প্রতিপক্ষ মজনু মিয়া ও তার লোকজন মারপিট করে আহত করে। এ সংবাদ পেয়ে সলেমানের পিতা ভুলু আকন্দ(৯৫) ঘটনাস্থলে আসলে তাকেও মারপিট করে গুরুতর আহত করে। আহতরা সারিয়াকান্দি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। এ ব্যাপারে থানায় মামলা করার প্রস্তুতি চলছে।
সারিয়াকান্দিতে শিক্ষিকার মারপিটে ছাত্র গুরুতর আহত
জয় দাস, সারিয়াকান্দি (বগুড়া) প্রতিনিধিঃ সারিয়াকান্দিতে শিক্ষিকার মারপিটে রাফিউল হাসান(১১) নামে এক ছাত্র গুরুতর আহত হয়েছে। স্থানীয় সূত্রে জানা যায়, হিন্দুকান্দি সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মাহবুবা বেগম গত শনিবার ক্লাশ নেওয়ার সময় রাফিউল হাসান নামে তৃতীয় শ্রেণীর ছাত্রকে বেদম মারপিট করে। এতেকরে ঐ ছাত্র তার মেরুদন্ডে গুরুতর আঘাত প্রাপ্ত হয়। মঙ্গলবার তার অবস্থার অবনতি হলে সারিয়াকান্দি হাসপাতালে পরিবারের লোকজন ভর্তি করে দেয়। হাসপাতালের মেডিক্যাল অফিসার ডাঃ আল-আমিন বলেন, আহত ছাত্রের চিকিৎসা চলছে। তার সুস্থ্যতা হতে বেশ কয়েকদিন সময় লাগবে।
মন্তব্য চালু নেই