“সারা জীবনে রোজা রেখেছি পাঁচখানা : বুদ্ধি হওয়ার পর আর রাখিনি”
ইসলামী আদর্শ না মানলেও ঈদের খাবার নিয়ে আফসোস করেছেন বিতর্কিত নারী লেখিকা তসলিমা নাসরিন। শনিবার বাংলাদেশ সময় দুপুরের পর ব্যক্তিগত ফেসবুক পেজে এক স্ট্যাটাসের মাধ্যমে তিনি এ আফসোসের কথা প্রকাশ করেন।
তার ফেসবুক স্ট্যাটাসটি পাঠকদের সামনে হুবহু তুলে ধরা হল :
‘সারা জীবনে রোজা রেখেছি পাঁচখানা। বুদ্ধি হওয়ার পর আর রাখিনি। বিদেশ জীবনে বেশির ভাগ সময় কবে ঈদ আসে কবে ঈদ যায় খবর রাখা হয় না। আজ শুনেছি ঈদ। ছোটবেলায় ঈদের খাবার বেশ লাগত। মা অসম্ভব ভালো ভালো খাবার রান্না করতেন। বাবা আমাদের সবাইকে সঙ্গে নিয়ে খেতেন। এখন মাও নেই, বাবাও নেই। ঈদের সেসব খাবারও নেই। আজ আমার ঈদের খাবার বলতে-চায়নিজ অর্ডার করেছিলাম দুদিন আগে, সেগুলোই, নুডলস আর পালং শাক। ফ্রিজ থেকে নিয়ে মাইক্রোওভেনে গরম করে খেয়েছি।
মন্তব্য চালু নেই