সারারাত বয়ফ্রেন্ডের সাথে যা করে ফিরলেন পরিণীতি
নিউইয়র্কে ইন্ডিপেন্ডেন্স ডে প্যারেডের পরই ইশকজাদে-র অভিনেত্রী তাঁর বয়ফ্রেন্ড তথা পরিচালক মণীষ শর্মার সঙ্গে ছুটি কাটিয়ে দেশে ফিরলেন বলিউড অভিনেত্রী পরিণীতি চোপড়া। পরিণীতি এখন কোনও সিনেমা করছেন না। আর মণীষ ফ্যান সিনেমার কাজ শেষ করছেন। আর এই অবসর মুহূর্তটি উপভোগ করতে দুজনে ইতালির রোমে যান।
জানা গিয়েছে বয়ফ্রেন্ডের সাথে ছুটি কাটাতে রোমে পাড়ি জমান দুজন ।
শাহরুখের ফ্যান সিনেমার পরিচালক মণীষ। এমনও গুঞ্জনও ছড়িয়েছিল যে, মণীষের সঙ্গে লিভ-ইন সম্পর্ক রয়েছে পরিণীতির। ছুটি কাটিয়ে ফিরে কাজও শুরু করেছেন দুজনে। সোশ্যাল নেটওয়ার্কিং সাইট টুইটারে পরিণীতি লিখেছেন, আজ ক্যামেরা কন্ট্রোল শিখলাম। দারুন লাগছে।
নিউইয়র্কে স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে অংশ নিতে গিয়ে সেখানকার বেশ কয়েকটি ছবিও পরিণীতি পোস্ট করেছেন।
মন্তব্য চালু নেই