সারাদিন চুল স্ট্রেট রাখার জাদুকরি ঘরোয়া উপায়! (ভিডিও)
রাস্তায় ঘোরাফেরা করলে ধুলো, ধোঁয়া আর দূষণে চুলের বারোটা বেজে যায়। আর ব্যস্ত জীবনে চুলের পিছনে সময় দেওয়ার মতো সময় আমাদের হাতে একেবারেই নেই। আবার সারাদিন নিজেকে ফিটফাট রাখতেও হয়। কিন্তু বারবার চিরুনি বের করে চুল আঁচড়ানো সম্ভবও নয়। তাই যা হওয়ার তাই হয়। বাড়ি থেকে চুল আঁচড়ে যাওয়ার পর দিনের শেষে একেবারে এলোমেলো। তবে এবার আপনি সারাদিন চুল স্ট্রেট রাখতে পারবেন। কীভাবে সারাদিন চুল স্ট্রেট Hair Straight রাখবেন, তা নিচের ভিডিও থেকে দেখে শিখে নিন।
ভিডিওটি দেখতে এখানে ক্লিক করুন
মন্তব্য চালু নেই