সারদা টেলিফোন এক্সচেঞ্জে পেট্রোল বোমা হামলা, দেড় শতাধিক সংযোগ বন্ধ
চারঘাট উপজেলার সারদা টেলিফোন এক্সচেঞ্জে পেট্রোল বোমা হামলা চালিয়েছে দুর্বৃত্তরা। এতে টেলিফোন এক্সচেঞ্জের মূল্যবান জিনিসপত্র পুড়ে ভষ্মীভূত হয়ে গেছে। বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) গভীর রাতে সারদা টেলিফোন এক্সচেঞ্জ এ ঘটনা ঘটে। এতে রাজশাহী ক্যাডেট কলেজ, সারদা পুলিশ একাডেমীসহ প্রায় ১৬৩ টি টেলিফোন সংযোগ বিছিন্ন হয়ে পড়েছে।
এ ঘটনায় সারদা টেলিফোন এক্সচেঞ্জের উপ-প্রকৌশলী আশরাফুল ইসলাম বাদী হয়ে শুক্রবার (১২ ফেব্রুয়ারি) চারঘাট মডেল থানায় একটি মামলা করেছেন।
জানা যায়, বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) গভীর রাতে সারদা টেলিফোন এক্সচেঞ্জ লক্ষ্য করে পেট্রোল বোমা ছুঁড়ে মারে দুর্বৃত্তরা। এতে টেেিফান এক্সচেঞ্জের প্রধান বিতরণ কেন্দ্রে আগুন ধরে যায়। পরে সেখানে দায়িত্বরত কেয়ারটেকার গাফফার আলীর চিৎিকারে স্থানীয়রা এসে আগুন নিয়ন্ত্রণে আনে। আগুনে টেলিফোন এক্সচেঞ্জের গুরুত্বপূর্ণ জিনিসপত্র পুড়ে যায়। এতে করে রাজশাহী ক্যাডেট কলেজ, সারদা পুলিশ একাডেমীসহ প্রায় ১৬৩ টি টেলিফোন সংযোগ বিছিন্ন হয়ে পড়ে।
শুক্রবার সকালে রাজশাহী বিভাগীয় প্রকৌশলী আব্দুল মান্নান ঘটনাস্থল পরিদর্শন করেন। তিনি টেলফোন সংযোগ পুনরায় চালু করতে সব ধরনের কার্যক্রম শুরু করার নির্দেশ দেন।
চারঘাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার গোলাম মোর্ত্তূজা বলেন, নাশকতাকারীদের দ্রুত আইনের আওতায় এনে শাস্তির ব্যবস্থা করা হবে।
মন্তব্য চালু নেই