‘সামনের বছর বিয়ে করছি, লুকোনোর কিছু নেই’

রনবীর কাপুর ও ক্যাটরিনার প্রেমের সম্পর্ক নিয়ে বলিউড পাড়ায় নানা সময়ে বাতাসে গুঞ্জন উড়ে বেড়ালেও এখন আর তেমনটি হওয়ার সুযোগ নেই। কারণ সম্পর্ক থেকে একেবারে প্রেম সবকিছুই এখন অকপটে বলে দেন এই জুটি।

সম্প্রতি বুম্বে ভেলভেট সিনেমার প্রচারণায় কলকাতা এসছিলেন রনবীর কাপুর, আর সেখানেই সাংবাদিকদের সাথে এক সাক্ষাৎকারে জীবনের অনেক গুরুত্বপূর্ণ বিষয় একেবারে খোলাখুলিভাবে শেয়ার করেছেন। যেহেতু সবার আগ্রহ রনবীরের সাথে ক্যাটের সম্পর্ক নিয়ে, তাই ক্যাটকে কবে নাগাদ বিয়ে করছেন এমন প্রশ্নে রনবীল বলেন, ‘এ বছর আমার প্রচুর কাজের চাপ। ক্যাটরিনারও তাই। এ বছর তো মনে হয় সময় বের করতে পারব না। পরের বছর শেষের দিকে করব ভাবছি। এখনও অবধি তো সেটাই আমার আর ওর প্ল্যান’।

বিয়ে নিয়ে আগে এতো খোলাখুলি কিছু বলেননি, এমন প্রশ্নে রনবীর বলেন, ‘আজকে সম্পর্কটা নিয়ে আমরা দু’জনেই খুব শিওর। এখন কথা না বললে সম্পর্কটাকে সম্মান দেখানো হবে না, তাই না? আমি আজকে ৩৩। আমি চাই আমার পরিবার হোক। ক্যাটরিনাও তাই চায়। লুকোনোর কোনও মানেই হয় না’।



মন্তব্য চালু নেই